Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। প্রতিটি জেলা হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী মোবাইল সরবরাহ করা হয়েছে। এই সকল মোবাইল নম্বর জনগণকে জানানো হয়েছে। জনগণযে কোন সময় তাদের নিজ মোবাইল থেকে সকল প্রকার স্বাস্থ্যগত পরামর্শ্ গ্রহণ করতে পারবে।

। প্রশাসনিক কার্যালয় হিসাবে বিভাগের ৮ (আট)টি  জেলা ও ৬৬ (ছিয়াষট্টি)টি উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বদলী, প্রমোশন, প্রয়োজনে শাস্তি প্রদান ইত্যাদির ব্যবস্থা করা।

৩। প্রতিটি জেলা হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা ও কুষ্ঠ রোগীদের জন্য বিনামূল্যে রক্ত ও কফ পরীক্ষা করা হয় এবং ঔষধ সরবরাহ করা হয়।

 ৪।প্রতিটি জেলা হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্লমূল্যে মল, মূত্র, রক্ত পরীক্ষাসহ এক্সরে, ইসিজি ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে।